°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ভোরের আলোর রেখা ক্রমশ প্রকাশমান...
কোকিলা কুহুতানে নিস্তব্ধতা খান খান ,
একটানা দোয়েলের শিসে বিহ্বলতা মনে...
খেজুরপাতা ঝিরঝিরানী বসন্ত পবনে ।


রক্তিম বিন্দি শোভে পূবের আকাশ ভালে...
যেমন শোভা পায় সুশোভিতা নারীর কপালে ,
দোয়েল কোয়েলের কাকলীতে মুখরিত ধরা...
মন ক্যানভাসে আঁকা দৃশ্যাবলী সব অধরা ।


লাজবতী কন্যাটি ঋতুরাজ কাছে সমাদৃতা...
লালাভ কমলা শাড়ী পরিহিতা মোর দুহিতা ,
তণ্বীবালা সুসজ্জিতা প্রকৃতি ধরাতলে...
ফ্লোরাল আপ্লিক করা রঙবেরঙা ফুলে ।


পাড়ে লেগে রয় ফুলের রেণু ভেলভেট সম...
বেলীফুল ছোপ শাড়ি...কোথাও কোথাও অসম ,
অশোক পলাশের সৌরভে সে অতি গরবীনি...
মেয়ে আমার খুব সেজেছে বেজায় বিলাসিনী ।


কাঞ্চনের সুদৃশ্য কাঁচুলী বক্ষবন্ধনী...
জামাই চাই বলছি আমি সুপুত্র সন্ধানী ,
কৃষ্ণচূড়ার লাল রঙের ছোঁয়া ঠোঁটে তার...
তোমাদেরকে দেখতে হবেই মেয়ে বটে কার..!!


সুললিত কুন্তল বকুলডোরেই জড়ানো...
এলোখোঁপা সোনার মোর যাবে না চোখ ফেরানো ,
মাধবী মালতী শোভা বাড়ায় কানের পাশেই...
এত সৌরভ সব তার ঋতুরাজের আশেই ।


শ্বেতকরবী অঙ্গভূষণ হাত ও পায়ে...
বসন্তেরই রঙ লেগেছে তার সারা গায়ে ,
গন্ধরাজের আতর-বাস কন্যার অঙ্গে...
ওগো কে আসবে এসো রঙ খেলি এক সঙ্গে ॥


••••ঝুমুর বিশ্বাস••••২১|৩|১৯••••#দোলের #সকালে••••