শৈশব থেকে বড় হওয়া অনেকগুলো বছর...
দেখতে দেখতে করেছি পার হিসাব বরাবর ,
রঙ খেলেছি কত রঙের আর আবীর ছড়ানোর...
গল্প অনেক আছেই জমে এই মনের ভিতর ।


তবুও বলা একটু বিশেষ বিশেষত্ব এবার...
রঙ খেলা রঙ দিয়ে নয় বর্ণের ব্যবহার ,
বর্ণ সব রঙের রূপ এক্ষেত্রে তা তো নয়...
কাব্য গল্পে ছড়ার ছন্দে রঙ ছড়ানোর ভয় ।


সাতরঙ নিয়ে লিখতে হবে ভেবেই হই সারা...
কথার মাঝে খেই হারানো মনটা পাগলপারা ,
কি লিখি আর কি ই বা বলি উৎসবের মেজাজ...
"হোলী হ্যায়"বলেই শুরুকরি দোলযাত্রা আজ ॥


১৭|৩|১৯