কুঝিকঝিক রেলগাড়ি জোর ছোটে তার লাইন ধরে
মনের গতি আরও বেশী বিজলীকেও টেক্কা মারে ,
ছুটছে মন ছুটছে মন উল্টো ছোটে গাছ গাছালি
চোখের পলকেই অদৃশ্য গরু ছাগল পাখ পাখালি ।


মুগ্ধ চোখ রাখছে ধ'রে সবুজ মাঠ সবুজ ঘাস
ঐ সুদূরে নদীর বাঁকে দেখছি এখনো ঝরেনি কাশ ,
সাঁতরে পার এপার ওপার দস্যি দামাল ছেলেপুলে
প্যাঁকপেঁকিয়ে হেলে দুলে নামছে হাঁসও পুকুর জলে ।


দেখতে দেখতে সন্ধ্যা নামে ঐ সুদূরে মাঠের বুকে
গল্পে তখন মাতোয়ারা দেদার বকা মনের সুখে ,
চারিদিকে ঘনায় আঁধার বন্দী চোখ রেলের কুপে
একটু খানি খাবার খেয়েই ঘুমকে ডাকি চেপে চুপে ॥