অস্ফুট কথাগুলো সব কষ্ট পায় অব্যক্ততায় -
চিন্তিত মন কপাল ঠোকে ব্যর্থতার বিফলতায় ,
ভাবছো বুঝি এ প্রলাপ-
কিংবা শুধুই অপলাপ -
নিজের মত চলতে চাও সুগভীর নিশ্চয়তায় !!
মমচিন্তা হিয়ার মাঝে গুমড়ে কাঁদে ব্যর্থতায় ।


কেন যে নীরব থাকো কিবা শান্তি পাও মনে !
একাকীই বকে চলা শোনে না তো সেইজনে -
প্রহর গোনাও বিফল হয় -
পেয়ে হারাবার শুধু ভয় -
নীরব অশ্রু কেবল গড়ায় একলা ঘরে নির্জনে---
ভাবনা মনে রইলো না কেউ এজীবনে ত্রিভুবনে ।