প্রতি দিনই নারীর হয় পুনর্জন্ম
ঘটা করে আজকে পালন নারীদিবস ,
কি প্রয়োজন ! বন্ধ হোক এ প্রহসন...
ঠিকানাহীন তার পরিচয়ে চিত্ত বিবশ ।


একটা প্রশ্ন তোমার কাছে করি সমাজ
পুরুষ প্রকৃতি মিলেই তো বসত গড়া ,
অথচ কেন প্রতি পদে কথার জ্বালা---
কেন এখনো নারীজীবনের ওঠাপড়া ?


একবিংশেও মেয়েরা নয় সুসন্তান !
অকালেই প্রাণ হারায় কন্যাভ্রূণের ,
জন্ম যদিও হ'ল তার ভাগ্য ভালো ---
মাথানীচু যেন অপরাধী মা জন্মদানের ।


আজও দেখি ভিন্ন আচার দুয়ের মাঝে
মেয়ে হয়ে জন্মানো কি এতই পাপের !!
বরাদ্ধ সব ভালো ভালো সুসন্তানের
খাতিরযত্ন পাওয়া নারীর খুব চাপের ।
              
জন্মদাত্রীর প্রাণবাজি প্রসব ঘরে
অসহনীয় কষ্টের ফসল তার ছানা ,
দিবারাত্রির এক করে লালনপালন
বয়সকালে তার জীবনে হাজার মানা ।


পানের থেকে চূণ খসার নেই উপায়
যতই করা জীবনপাত ঘরেবাইরে ,
উঠতে বসতে কথার খোঁটার অসহ্যতা
অথচ নারী সর্বংস্বহা ভাষা নাইরে ।


এতো গেল বাড়ির মধ্যে নিত্য যোঝা
পথেঘাটে ওত পাতে কুকুর শিয়াল ,
সুযোগ পেলেই ছিঁড়ে খায় নারীদেহ
একটু যদি হয়েছিস মেয়ে বেখেয়াল ।


এই তো নারীর নিত্যদিনের হাল হকিকৎ
নারীদিবস তবুও কেন ঘটা করে ,
এ প্রশ্নের জবাব দিও আজ সমাজ
লাঞ্ছিতা কেন আজও নারী প্রতি ঘরে !!!


প্রতিশ্রুতি করবে নাকি হালের সমাজ ?
সৃষ্টিসুখের আনন্দে বয় খুশীর হাওয়া ,
নারী ছাড়া তোমার দশা খুব বেহাল ---
নিত্যদিন মান যেন পাই...একান্ত চাওয়া ॥


০৮|০৩|২০২০ ✍ঝুমুর বিশ্বাস