নীল যমুনার জলে আজ হরেক রঙের মেলা
বাসন্তীচাঁদ জ্যোৎস্না ঢেলে করছে সেথা খেলা ,
মোহনবাঁশীর মধুর সুরে মন হলো উচাটন
স্বামীর বশে থাকে না আর রাইকিশোরী মন ।


থেকে থেকেই উদাস হয় মন চলে যায় ছুটে
থাক না পড়ে ঘরের কাজ সংযম যাক টুটে ,
ঘরের বাইরে রাখলো চরণ জল আনবার ছলে
কলসকাঁখে অষ্টসখী যমুনার পথে চলে ।


বাঁশীর ধুনে কুঞ্জবনের মাতাল সমীরণ
মাদকতার আবেশে বিভোর চিত্তে আলোড়ন ,
কানুর টানে শ্রীরাই চলে বিসর্জিয়া লাজ
নীলবস্ত্রে সুসজ্জিতা কবরীতে ফুলসাজ ।


ঠমকে ঠমকে নূপুরের বোলে হাজির কুঞ্জবনে
অপেক্ষাতে যেথায় কানু সখা সুদামার সনে ,
আবীরে গুলালে বনস্থলে রঙের সমারোহ
বাতাসে মেশে ফাগের সুবাস দূরে গেল বিরহ ।


মৈথিলী ভাষে পদাবলী গায় সহচর সখাসখী
মানসপিদিম জ্বালিয়ে চক্ষে রঙদোল আলোকী ,
রঙের নেশায় মাতলো হৃদয় ফাগুন পূর্ণিমায়
এসো প্রিয়তম কেশবের বেশে--রাঙাবে আমায়॥