উপগ্রহের আধুনিকীকরণ করছে সতর্ক বারংবার...
আসছে ফণি সাবধান হও আয়লার মত ঝড় আবার ,
ফেসবুক ও হোয়াটস্ আপে সাবধান বাণী প্রেরণ করা...
দূরদর্শনে সম্প্রসারণ ,দৈনিক কাগজের পাতা ভরা ।


মানতে হবে সুবিধা এতে মানুষ হচ্ছে পূর্ব সচেতন...
সামালে সুমলে রাখে সব বাঁচার রসদ করে যতন ,
দুদিন থেকেই মেঘলা আকাশ-পূর্বাভাস ভ্যাপসা গরম...
নিথর দেখি গাছপালা সব , আবহাওয়া হয় না নরম ।


আছড়ে পড়েছে সাগরকূলে সক্কাল সকাল টিভি দেখি...
স্কুল কলেজে ছুটি ঘোষণা...সাবধানতার প্রথম ধাপি ,
জরুরীবিভাগে ছুটি ক্যানসেল , যুদ্ধকালীন সতর্কতা...
আপদকালীন সেল খোলো অফিসে দপ্তরে সব বারতা ।


ঐ ঐ ঐ আসে দেখি ধেয়ে,শনশন করে হাওয়া বয়ে যায়...
থেকে থেকেই বারিষ এসে...ফণির প্রভাব...শুধুই দেখায় ,
ক্রমে ক্রমে বেড়ে শক্তি.....ঝড়বৃষ্টি দেখাবে দাপট...
জানি না কি যে হবে শেষে ,আঁকবে কি সব্বোনাশের পট ।


ঝড়ের নাম যা হয় হোক না কেন,ফণি অথবা হোক ফেনি..
মেয়ের মত মনেই ভাবি , মোর কল্পনাতে দুলায় বেণী ,
সুন্দরী ও আমার কল্পনায়....তণ্বীললনা কুন্তলা...
আধুনিকতার পরতে সজ্জিত. ভীষণ দেখি চঞ্চলা ॥