স্বার্থাণ্বেষী দুপেয়ে জীব থাকে সুযোগের সন্ধানে
কোথায় গিয়ে থাকবে সুখে আহার ও পরিধানে ,
কোথায় গিয়ে তোয়াজ করে আখেরে প্রাপ্তি হবে
কোথায় গিয়ে তেল মাখালে মিলবে খানিক তবে ।


কোথায় গিয়ে তোষণ করে কাটবে গেড়োর ফিতে
কোথায় গিয়ে স্বজন পোষণ যাবেই বাজি জিতে ,
যখন যেমন তখন তেমন স্রোতে ভাসানো গা
রঙের বদল করলে ঠিক ভালো থাকবে তার ছা ।


ভিক্ষার ঝুলি কাঁধে রাখা হাতের উপরে বাটি
মাঙতে থাকে চালের কণা অথবা ধাতব-চাপাটি ,
এদিক থেকে ওদিক হলেই বদলে ফেলে চরিত
স্বভাব এদের এমনতরই আজন্ম কালের রীত ।


জ্বরজারি আর সর্দিকাশি হঠাৎ দেখি গায়েব
স্বাস্থ্যকেন্দ্রে কেউ আসে না অদৃশ্য হাত নায়েব ,
কেউবা আছে সমাজ ভয়ে লুকিয়ে রাখে ব্যথা
অন্য কারোর অদম্য প্রয়াস চাপে রোগের কথা ।


বিশ্ব ব্যাপী চলছে মরক মৃত্যু মিছিল বহাল
মানবতার অধঃপতনে হাজির মহাকাল ,
যুগের হাওয়া বদলে গেছে ভীতির মাঝে বাস
মৃত্যুর ভয় হাতছানি দেয় সদায় পড়ে দীর্ঘশ্বাস ॥