নীল নভনীলে দৃষ্টি হারায়
রাশি রাশি সাদা মেঘ ,
ভাবুক মন প্রকৃতি প্রেমিক
আবেশ বিহ্বল আবেগ ।
বাতাসে এখন শারদীয়ার রেশ
ভৈরবী রাগে আগমনী ,
অকালবোধন তোমার মাগো
শিবজায়া গিরিনন্দিনী ।
তুমি মা ঊমা মর্ত্যে আসো
বছরের এই চারটি দিনে ,
খোঁজ রাখো কি এই ধরাধামে
কেমন থাকি তোমায় বিনে !!
প্রকৃতি এখন বদলে গেছে
ঋতুপর্যায়ের পরিবর্তন ,
জীবকূলের যে মহা দুর্গতি
মেনে নিয়েও ক্রম বিবর্তন ।
মহা উষ্ণায়ণ পৃথিবী জুড়ে
আমাজনে জ্বলছে আগুন ,
জ্বলে পুড়ে যে ছারখার সব
পশুপক্ষী সহ শাল ও সেগুন ।
তোমার সন্তান লক্ষ প্রজাতি
আগুনের আঁচে অতিষ্ঠ অতি ,
কেমন মা বলো তুমি মা !!
মাতৃত্ব বোঝেনা সন্তানের ক্ষতি !!
চার সন্তান নিয়ে আসো মাগো
শুধুই কি মা ওদের তুমি !!
কৃপাদৃষ্টি তোমার বর্ষিত হোক
তুমি যে গো মা অন্তর্যামী ॥


•✍ঝুমুর••••৩|৯|১৯•