টোটাল লকডাউন , ফলাফল মন্দ নয় । এভাবেই যদি আমরা মেনে চলতে পারি তাহলে কোভিড-১৯ তার করালথাবা আর বসাতে পারবে না ...এ ব্যাপারে আশাবাদী। জনশূন্য রাস্তা । পথিক নেইইই বলতে গেলে  , সব শুনশান।


#জনস্বার্থে #বন্দী #জীবন


গৃহের মধ্যে বন্দী জীবন মন্দ কি !
         জনস্বার্থে এটুকু তো করায় যায় ,
         কোভিড ১৯ মরবে জেনো মুখ থুবড়ে
বাসা বাঁধার সেই শরীর পাবে কোথায় !!


         লকডাউনকে ছেলেখেলা মোটেও নয়
কারফিউ হিসাবে নিতে হবে মনেপ্রাণে ,
জনসংযোগ বন্ধ করার একমাত্র পথ
         মহামারীকে নিয়ন্ত্রণে রাখার এটাই মানে ।


এখনো যারা অবোধ আছো সব জেনে
         লকডাউনকে কলা দেখিয়ে বাইরে যাও ,
         দায়িত্ব একটু নিতে শেখো সুনাগরিকের
"নিয়ন্ত্রণে থাকবে না রোগ"...এটাই কি চাও !!


         জরুরীকালীন পরিষেবা দিলেই কি হয়
রোগ প্রতিরোধের চেতনাটাও থাকা চাই ,
সবাই যদি মেনে চলি বিধি নিষেধ
        (জেনো)অচিরেই পৌঁছাবো আমরা লক্ষ্যমাত্রায় ॥