ঢাকের বাদ্যি বাজছে যে ঐ এলো পুজোর ভোর
দীপের নীচে ঘুচবে আঁধার বাঁধবে নতুন ডোর....


শিউলী সুবাস মনটি ভরায় কোঁচড় ভরে তোলা...
ফুল বলে তার আদর ভারী কেউ করে না অবহেলা ।
কিন্তু ও মা ভেবে দেখো তুমি কত শিউলী গেছে ঝরে !!
তাদেরও কি কম অপেক্ষা ছিল তোমার আসার তরে...!!


হয়তো করতো কত পরিকল্পনা পুজোর মাসটা ঘিরে...!!
নাচতে নাচতে মণ্ডপে যাবে নতুন জামাটা পরে ,
সূচিবস্ত্রে তোমার বন্দনা হাতের 'পরে মহাপ্রসাদ...
মাগো শোন, ঝরা শিউলীর কথা... অনুভবে অবসাদ ।


তোমার অংশ হাজারও দুর্গার হয় না অকালবোধন
ভ্রূণেই ধ্বংস অথবা মৃত্যু সয়ে সয়েই নির্যাতন ,
তুমিই কি মা সেই অসুরদলনী আর্তকে করো ত্রাণ !!
বলতে পারো মা এই শিউলীরা কবে পাবে পরিত্রাণ..!!!