১৬০ তম জন্মজয়ন্তীতে কবির চরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে


শয়নে স্বপনে আর জাগরণে
তোমাকেই স্মরি কবি ,
চক্ষু মুদিলে নয়ন সমুখে
দেখি তোমারই প্রতিচ্ছবি ।
জীবনের দুখ করেছো হরণ
তোমার কবিতা গানে ,
নবনিতি সুখে নব অনুভবে
খুঁজি জীবনের মানে ।


                         অশ্রসজল দুই আঁখির কোল
                         যখন বিরহে যাপন ,
                         তুমি এসে কবি সমুখে দাঁড়াও
                         হাতটি বাড়াও আপন ।
                         প্রেমে মাতামাতি হৃদয়ের মাঝে
                         উছলি ওঠে যে ঢেউ ,
                         গানেই ভুবন ভরিয়ে তোলো
                         আরতো পারেনা কেউ ।


এ ধরণীতলে আছে যত সুধা
নিঙড়ে নিয়েছ কবি ,
খাগের কলমে এঁকেছো যতনে
প্রতিটি ঋতুর ছবি ।
ক্ষিতি অপ তেজ মরুত ব্যোমে
ব্যাপ্তি সকল স্থানে ,
বন্দনা করে তুমি দানো প্রাণ
বুঝিয়েছো সব মানে ।


                         আজো মনে করি আছো তুমি ভবে
                         রয়েছো ছাতিম তলে ,
                         আনত মাথে অবিরত লেখো
                         প্রাসঙ্গিক যা ধরাতলে ।
                         রাঙা মেঠো পথে নৃত্যের তালে
                         গেয়ে চলেছো বাউলবেশে ,
                         একতারার ধুনে ভুবন মেতেছে
                         তোমার সুরের রেশে ।


জীবনের প্রতি মুহুর্তে মূর্ত
বিশ্ব বন্দিত কবিগুরু ,
যতই লিখি বলি তোমার গাথা
মনে হয় সবে শুরু ।
জন্মদিনে তোমায় বন্দনা করি
তোমাকেই ভালোবেসে ,
নিবেদিত প্রাণে শ্রদ্ধার্ঘ মোর
ক্ষুদ্র লেখনীর অবশেষে ॥