হৃদয় আজিকে উঠিলো দুলিয়া রবিঠাকুরের গানে...
সঞ্চয়িতাটি মেলিয়া বসিতে সুধারস ঢালিল প্রাণে ,
তব সৃষ্টি মোর একলা আকাশ সুখদুঃখের সাথী...
প্রাণের ঠাকুর তুমি যে আমার সকল ব্যথার ব্যথী ।


বসিয়া বিজনে ভাবি সঙ্গোপনে তব অনন্য রচনা...
কেমনে তুমি বুঝিয়াছো কবি সকল মনের যন্ত্রণা...!!
প্রভাতকালে রবিকিরণে তোমাকেই করিয়া স্মরণ ,
দিবসকালে খরতপনে কভূ নাহি হই বিস্মরণ ।


সাঁজের বেলাতে প্রদীপ জ্বালায়ে তোমারেই অনুসারী...
দুখের ক্ষণে অতন্দ্র যামিনী যাপনে একাকী এ নারী ,
তব গানে খুঁজিয়া পাই বাঁচিবার রসদ সর্বস্থানে...
সুখে দুখে হাসি ও কান্নায় আবেশিতা আত্ম আলাপনে ।


প্রকৃতি তুমি রাখিয়াছো ধরি ঋতুরঙ্গের গানে গানে...
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্তের গান ও তানে ,
গীতিনাট্য ও নৃত্যনাট্যে আজিও বিবশিতা মনপ্রাণ...
ছদ্মনামে যে লিখিয়াছো ভানুসিংহের পদাবলী গান ।


মোর প্রাণের ঠাকুর জীবনের প্রতিপলে আমি ঋণী...
কভূ বা উদাসী বাউলের সুরে রাঙাপথ লই চিনি ,
হে মোর প্রাণপুরুষ কিবা মায়ার বাঁধনে বাঁধিয়াছো...
মোদের বাংলাকে বিশ্বদরবারে উচ্চাসনে বসায়েছো ।


বৈশাখী পঁচিশে পুণ্যলগ্নে জন্মিয়াছো হে বিশ্ববন্দিত...
একশ'আটান্ন সাল হইয়া গিয়াছে হে সুন্দর শাশ্বত ,
তোমারি বন্দনায় ব্রতী মোরা তোমারি কবিতা ও গানে...
সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি তব পদে করি অর্পন জন্মদিনে ॥