রাঙা মাটির পথের ধারে...
শাল পিয়ালের সারি ,
শিমুল পলাশ রক্তরাগে...
দিগন্ত বিস্তারি ।
কচি ধানের শিষের 'পরে...
আলতো বায়ুদোলা ,
হালকা ঢেউ এর আবেশে...
কচিধানের খেলা ।


ডাইনে বাঁয়ে সবকে ফেলে...
আরও খানিক পথ ,
চারচালা মোর মেটো ঘরে...
থামবে মানসরথ ।
এমন কথায় কইতে তুমি...
খেলনাবাটির খেলায় ,
জোরসে টানা চুলের মুঠি...
কাজের অবহেলায় ।


গল্প কত সুখ দুঃখের...
এখনো মনে পড়া ,
ভবিষ্যতের স্বপ্ন আঁকা...
মনেতে ভাঙ্গাগড়া ।
স্বপ্ন সে তো স্বপ্ন হয়েই...
রইলো অদ্যাবধি ,
আজও তোমার পথ চাহি...
অপেক্ষাই নিরবধি ।


হারিয়ে গেছে আবেগী কথা...
নেইতো ভালোবাসা ,
নিত্য দিনে করা স্বপ্নচয়ন...
নিত্য যাওয়া-আসা ।
অন্তরেতে ঠাঁই যে তোমার...
পারিনি ভুলতে ,
তোমার বলা সব কল্পকথা...
ধূলিস্যাৎ আচম্বিতে ।


এখন তুমি অতি প্রতিষ্ঠ...
একাকী সময় কাটাই ,
নিজ স্বস্ত্বা দিয়েছ বিকিয়ে...
লক্ষ্য এখন কামাই ।
ধন সম্পদে হয়ে বশীভূত...
উচ্চাশা শৃঙ্গছোঁয়া ,
প্রেম পিড়ীতির গলায় দড়ি...
বৃষ্টিছাঁটে ধোয়া ।


এমনি করেই কত যে মন...
অপেক্ষাতেই বিভোর ,
জানেনা কবে তাদের দোরে...
আসবে নূতনভোর ।
ভালোবাসার সব কল্প কথন...
ব্যর্থতায় স্মৃতিচারণ ,
ধিক...মন দেয়া-নেয়ার খেলা...
একাকী বিরহযাপন ॥