ক্ষণার বচন
*********
যদি বর্ষে মাঘের শেষ , ধন্যি রাজার পূণ্য দেশ....
ওহ , না না ...কাল্পনিক নয় ..ক্ষনার বচন বিশেষ।


প্রকৃতির সাথে দেখ পাবে মিল কথার ভাঁজে ভাঁজে...
অকাল বর্ষণে উপকার তো হয়ই কখনো মাঝেসাজে ,
আমের বোল ধরবে গাছে ফাগুন মাসে...
মাঘ বরষে গাছ খুশী কিশলয়ের আশে ,
কচিপাতার কক্ষে জন্মে আমের মুকুল গন্ধ মাতয়ারা...
মধুর লোভে বোলের টানে ভ্রমর অলি অতি পাগলপারা ।
রবিশস্য জমিতে এখন উঠবে হেসে...
শীতের দিনে জলের স্তর যায় নেমে ,
চাষের ক্ষতি ,খরচা বেশী জল সেচটা হবে কেমনে...
তাইতো মাঘে বর্ষা এলে বেজায় খুশী চাষীর মনে ।
ঘরে উঠবে রবিশস্য মুগ মুসুরি গম যব...
দুঃখকষ্ট যাবে ঘুচে সংসারে যা আছে সব ,
আর একটা সুবিধা...আছেই আছে বলছি ওগো রোষো...
জমিতে জন্মে নাইট্রোজেন সার বহন করে রবিশস্য ।
সমবছরে ফলবে ফসল ঘরে জ্বলবে আলো...
দেশবাসী সব সুখে রবে অর্থনীতিরও ভালো ,
তাই তো ক্ষণা বলে গেছেন কথায় কথায় মূল্যবান বচন...
পদে পদে মিলিয়ে নেওয়া , রাখবে মনেই করে যতন ।
২৬|১|১৯