সবচেয়ে কোন ঋতু ভালো
গ্রীষ্ম বর্ষা নাকি শরৎটা খালি !
হেমন্ত শীত আর বসন্তে
কারা কারা দেয় করতালি ??


আমি বলি...


সব থেকে পচা হ'ল গ্রীষ্মটা
প্যাচপেচে ঘামে করে প্রাণ নাজেহাল ,
চাঁদিফাটা রোদ্দুরে নাকাল জীবন
রোজনামচার দিন বেজায় বেহাল ।


স্বস্তির বার্তা আনে বর্ষাকাল
রিমঝিম ঝিমঝিম হৃদয়ের গান ,
চিপচিপে কাদা বা জলজমা রাস্তা
নিকাশীর সুব্যবস্থায় ওঠাও স্লোগান ।


শরতের মেঘ ভালো নীল নীলিমায়
আগমনীর বার্তা আনে কাশফুলে ,
মাথা গজিয়ে ওঠে আবাহনী গানে
খুশীতে মশগুল চার পাশে দুলে ।


হেমন্তের দিনগুলোই ঠাণ্ডা আমেজ
শিশির সিক্ত হয় তৃণ গাছপালা ,
ভোরের শিশিরবিন্দু রাখে তার ছাপ
ধানের শিষে গাঁথে মুকুতার মালা ।


ভীষণ ভালো লাগে শীতঋতু এলে
অস্বস্তির নেই বালাই হাবিজাবি পড়ে ,
পিঠে পুলি মিঠেরোদ সব্জির সুখ
সকলেরই ভালো লাগে ঠিক হরেগড়ে ।


বসন্ত ঋতুরাজ ফুলে ফুলে ভরা
অশোক পলাশে রাঙা বন বনানী ,
প্রেমিক প্রেমিকার নাকি এটা প্রেমকাল
তথাপি শীতকেই বেশী ভালো মানি ।