মোহনবাঁশীর সুরে উচাটন রমা ।
সুর পানে চাহে চকিত হরিণীসমা ॥
কাঁখেতে কলসী লয়ে যায় যমুনায় ।
রক্তাক্ত চরণচিহ্ন ব্রজের ধূলায় ॥
অষ্টসখী পরিবৃতা ঘরনী আয়ান ।
পথমধ্যে কণ্টকেও নাহি কো ধেয়ান ।
সেবামাসে পূর্ণশশী আলোক ছড়ায় ।
তমালবৃক্ষতলে কেশব অপেক্ষায় ॥


শাস্ত্রমতে জীবাত্মার নিবেদিত প্রাণ ।
বিশ্ব চরাচর মাঝে ঈশ্বর সন্ধান ॥
পরমাত্মা ঈশ্বররূপী অচল মতি ।
ইষ্টদেবতায় রহে হৃদয় আকুতি ॥
অবুঝ ভক্ত না বোঝে স্থান কাল পাত্র ।
রাধাকৃষ্ণ প্রেমগাথা উপলক্ষ মাত্র ॥