২৯|১|১৯


মহিয়সী মা
********


সকল বিপদ তুচ্ছ করে ...
তুমি জনম দিলে মাগো ,
প্রাণ যেতে পারে প্রসবকালে...
সেটাও ভাবো নি তো ।


সকল বাধা হেলায় ঠেলে...
তুললে গড়ে তিলে তিলে ,
নিঃশেষ করে বিলিয়ে দিলে....
নিজের তরে কিছুই রাখো নি কো ।


তোমার আঙুল ধরেই মাগো...
প্রথম যেদিন পা ফেলেছি ,
টলোমলো করে হাঁটতে শিখেছি...
দৌড়ে এসে তোমার কোলে উঠেছি ।


আমার মুখের প্রথম বুলি...
তোমার কোলেই শেখা ,
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শ্লেট পেনসিলে লেখা...
সবই তো তোমার কাছে শেখা ।


তোমার নিঃস্বার্থ বলিদান...
তোমার অক্লান্ত কায়িক পরিশ্রম ,
সবই তো মা নিজের চোখেই দেখা ...
মাগো ,অশ্রুজলে তোমাকেই মনে পড়া ।


স্নেহমাখানো শীতল হাতের পরশ...
তোমার আদর্শ তোমার আশীষ ,
তোমার মমতাভরা ডাক...
আমার নিত্য দিনযাপনের মাপ ।


তোমার নিঃস্বার্থে বিলানো প্রাণ...
মাগো তোমার অবদান ,
যে সন্তান ভুলতে পারে...
সে যে প্রকৃতই বেইমান সন্তান ।


পৃথিবীর আলো দেখানো মানবী...
তুমি আমার আরাধ্যা ভগবতী ,
আমার শ্রদ্ধেয়া দেবী জাহ্নবী...
তোমার প্রতি শ্রদ্ধাবনতা অতি ।


নতমস্তকে তোমায় সেলাম
নতমস্তকে জানাই প্রণাম ।