চাঁদের সভা আজ বসেছে আকাশ জুড়ে
রজত গুলে ছড়িয়ে দেওয়া দিগন্তময় ,
গুরুর চরণ ছুঁয়ে নিলেম মাথায় হাত
আলোয় ভুবন আলোকিত জোছনময় ।


জোছন গোলা নীলসায়রের ঊর্মি মালা
মেঘের খেয়ায় ঐ সায়রে একলা পারি ,
কল্পলোকের তিন ভুবনে একাই রাজ -
বাইতে বাইতে মেঘের খেয়া গাইছি সারি ।


সারি গানে স্রোতের টানে ভেসে যাওয়া
মন ছুঁয়ে যায় স্নিগ্ধ আলোর চাঁদের কণা ,
নাইতে নামা নীলসায়রে জোছন মেখে -
কোমল আলোয় সিক্ত আমার ইচ্ছেডানা ।


ইচ্ছেডানা ভিজিয়ে নিয়েও ভাসি ডুবি
একটা চিহ্ন এলাম রেখে সেই সেখানে ,
কানে কানে বলি তোকে...কাছে ডেকে -
(পাবিই খুঁজে)...যদি যাস্ কখনও ঐ ওখানে ।


ওখানে রাখা চিহ্নটাকে...মনে রাখিস
ভুলবি না তো...!!দে কথা দে একটু খানি ,
জানিসই তো অভিমানের সাথে যাপন -
আপন মনেই একা একাই আলাপনী ॥