একটা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু...
হঠাৎ এসে হাজির বসন্তে নিম্নচাপ নিয়ে ,
কেমন যেন মনখারাপ করা কটা দিন...
প্রকৃতির সাথে সাথে মনেও একটা বিষাদ ।


এক গভীর দীর্ঘশ্বাস ঠেলে বেরোতে চায়...
যেন কি একটা খোয়া গেছে এরকম দিনে...!!!
প্রকৃতির চোখের জলে চোখ ভিজে ওঠে ,
মুছতে মুছতে অঞ্চলপ্রান্ত হয়েছে সিক্ত ।


বিষাদে বিরহের গানগুলোই মনে আসে...
গুণগুণিয়ে ওঠে বার বার মনে মনে ,
আবেগ বিজড়িত ধরাধরা গলাতে সে সুর...
কখনো বা দু এক ফোঁটা ঝরে গন্ডবেয়ে ।


আনন্দের আর খুশীর গানগুলো সব...
কোথায় হারিয়ে গেছে স্মৃতির পাতা থেকে...!!
মন যেন কাকে খুঁজে বেড়ায় আনমনে ,
কার প্রত্যাশায় এখনো পথ চেয়ে থাকা...!!!


অবুঝ মনের বোধ কি সব লোপ পেয়েছে...!!
প্রকৃতির বিষাদে কেমন হয়েছে বিষাদী ,
মুখভার করা ভাব সবসময় কদিন ধরে...
মনমাঝে এক জোড়ালো ঘূর্ণিঝড়ের সংকেত ।


সাগরের উথালপাথাল ঢেউ এর দোলা মনে...
সব যেন ভাসিয়ে নিয়ে যাবে সুনামী এসে ,
যদি তাই হয় তবে দুঃখগুলো যাক ভেসে ,
খুশীগুলোকে আঁকড়ে ধরে রাখাতেই সুখ ।


সুখের সাগরে ভেসে যেতে চাই আমি...
দুঃখগুলো সব ধুয়েমুছে সাফ হয়ে যাক ,
আকাশের মুখভার করা ভাবটা কেটে যাক
মন আবার খুশীতে মেতে উঠুক মনখারাপ ভুলে ॥