#মানুষ #মানুষ #ভাই #ভাই
•••••••••0••••••••••0••••••••0•••••••••


রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়-
আবহমান কাল ধরে একই নীতি শুধুই হায় হায় ,
গণতন্ত্রেরও একই ধারা যুদ্ধ নেতায় নেতায়---
সাধারণ মানুষের এই লড়াইয়ে কি আর আসে যায় !!


একটা মাত্র অধিকার প্রয়োগ বিশেষ একটা দিনই -
অনেকেই পেরেছে মতদান করতে কেউ বা পারেননি ,
বয়স্ক আর অসুস্থদের আনয়ন বিশেষ যতনি...!!
নির্দিষ্ট সেই দিনেই দেশের কাছে মূল্যবান আপনি ।


কি এসে যায় যুগের যে হাওয়া হজম করা বারবার ,
সাতদফাতে সাঙ্গ হয়েছে ভোট আসবে ফিরে আবার--
যুদ্ধ লড়াই মোটেও না শান্তি যে চাই হাজারবার ,
আপনি বাঁচলে বাপটার নাম মনে করাই বার বার ।


উটুক ঝড় আসুক না প্রলয় !!ভোটাভুটির গণনাতে ,
ব্যানারের রঙ যায় হোক কেন মত্ত হইও না এতে---
আমজনতা আমজনতায়... লালরঙ রক্তে রক্তে ,
মানুষ মানুষ ভাই ভাই বিশ্বাসটা রাখা এই মতে ॥


৹৹●●●২৩|৫|১৯●●●৹৹