কোথায় সেই বুলবুল আর কোথায় গেল ফেনি
আয়লা ঝড়ের অতীত স্মৃতি ঠুকছে বুকে ছেনি ,
থেকে থেকেই দমকা ঝড় উপস্থিত আমফান
গাছগাছালির মাতলামোতে হাতের মুঠোয় জান ।


প্রকৃতিও আজ দিচ্ছে হুমকি ঘূর্ণিঝড়ের শব্দে
কোন্ ইতিহাস হচ্ছে লেখা এই প্রলয়ঙ্করী অব্দে !
অতিমারীর করালথাবা ঘাড়ে ফেলে নিঃশ্বাস
মরার উপরে খাঁড়ার ঘা আমফান নেই শ্বাস ।


আগের থেকেই মারণ রোগে ধুঁকছে যে ধরিত্রী
ঝড়ের থেকে রক্ষা করতে এসো গো বিশ্বধাত্রী ,
এমন ভাবে সাঁড়াশী চালে আঁটছো কেন প্রভূ !
ভুলের মাশুল গুণছে সবে ভুলবে নাগো কভূ ।


মহাপ্রলয় সামনে হাজির ঝড়ের দাপট ভয়ঙ্কর
কৈলাশ থেকে নেমেছো কি প্রভূ দেবাদিদেব শঙ্কর !
তোমার সতীর দেহের টুকরোই একান্ন পীঠস্থান
কবেই তো ও পর্ব শেষ এখনো নটরাজী অবস্থান !!


কোথায় আছো রক্ষাকর্তা হে গোলোকপতি বিষ্ণু
অনন্তশয্যা হ'তে ওঠো নাথ...প্রকৃতি যে অসহিষ্ণু ,
ত্রিনাথেশ্বর ব্রহ্মা জাগো...তোমার সৃষ্টি যে সঙ্কটে
অভয়ের হাত বাড়াও প্রভূ , রাখো সবে অসঙ্কটে ।


ত্রিভুবনের মালিক তোমরা বিবেক কেনো বেতাল !
একি দুর্যোগ হেনেছো হেথা গৃহহীন করার যে তাল !!
দেহপিঞ্জরে পিলেটা চমকায় ঘূর্ণিঝড়ের গর্জনে
রক্ষা করো রক্ষা করো হে প্রভু ; না শাসিও তর্জনে ॥