রাগ অনুরাগে পুঞ্জীভূত নিঃসঙ্গ এক সফেদ মেঘ...
উড়ান দেবে কোন অজানায় সঙ্গী করে মোর আবেগ...
যেন এক রাশি কাপাস তুলো হালকা চালে যায় ভেসে ,
অধীর আশায় যেথায় প্রিয় একাকী তার আছে বসে ।


একাকীত্বে নিয়েছে ঠাঁই নীল গগনের ঈশান কোণে...
কখনো রাগে কখনো হাসে একান্তে সে আপনমনে ,
খুশীর জোয়ারে পাল তুলে দেয় নিরুদ্দেশে নীল সায়রে...
বসন্ত হানে জোর কড়াঘাত আচমকা তার রুদ্ধ দ্বারে ।


আবীর রঙের মেঘটা এসে বন্ধুত্বের হাতটি বাড়ায়...
কথায়-কথায় আবেগ জড়ানো কত কথা সে কয়ে যায় ,
মেঘে মেঘে হয় চোখাচোখি আবেশ বিহ্বল দুই অন্তর...
দুটি মেঘমনের একান্ত কামনা বন্ধুত্ব যেন থাকে নিরন্তর ।


অসহ্য বেদনা হয় অনুভূত দুটি প্রেমিক মেঘের মনে...
চোখের আড়ালে কেমনে রহিবে আগত ঋতু পরিবর্তনে !!
ঈশান কোণের শুভ্রমেঘের লালিমা ললিত সুষুমা শরতে...
আর আগন্তুক আবীররঙা মেঘটা অতি রঙীন এ বসন্তে ।


কামনাহীন অবাধ সখ্যতা তিল তিল করে ওঠে গড়ে...
অজানা আশঙ্কা কেন জাগে বুকে অহেতুক ভেবে মরে ,
পেয়েও বুঝি সব হারানোর বেদনাতে দুই আকুল হিয়া...
দুটি মেঘমনে এত কাতরতা বুঝতে পারে না কোন মরমিয়া ॥


২৫|১|১৯