কৃষ্ণকালো মেঘের সারি সারা আকাশ জুড়ে
নীপবনে বাজায় বাঁশি কানু অতি আকুল সুরে ,
ঘরের কাজে মন নাই কেনো আয়ান ঘরণীর !
আকুলি বিকুলি হিয়ার মাঝে স্বর্ণাভ বরণীর ।


প্রেমের জ্বালায় পড়ে দোটানায় তিক্ত নিজঘর
বার বার চায় আকাশ পানে ঘরেতে রয়েছে বর ,
কোন্ অছিলায় যাবে কানু পাশে চিন্তাক্লিষ্ট মন
সুযোগের আশে ঘোরে আশপাশে চিত্ত উচাটন ।


সহসা এসে সখীগণ ডাকে যমুনাতে যাবি চল
ঘন ঘন যে চমকে বিজলী মেঘ ডাকছে অনর্গল ,
স্বামীর সমুখে অজুহাত পাড়ে এটা কি যাবার ক্ষণ
অন্তরে তার বিপরীত ভাব হিয়া মাঝে আলোড়ন ।


সহসা শোনে থেমে গেছে সেই মোহনবাঁশরী সুর
সারি দিয়ে গরু গোঠে ফিরে আসে চিত্ত বেদনাতুর ,
যাবে কি যাবে না ভেবে হয় সারা জলপূর্ণ সব ঘড়া
কাত করে ফেলে কাঁখেতে নিয়ে বনপথে হাঁটে ত্বরা ।


যেতে যেতে পথে খেয়াল রাখে কোথায় রাখালরাজ
শ্রীদাম সুদামা বলরাম মাঝে কই সে বাঁশরীবাজ !!
ব্যর্থ মনে উৎকণ্ঠা ছায় দেখতে না পেয়ে কানাই
অকালমেঘের ঘোরঘনঘটায় কানুকে খুঁজে না পাই।


তবু হেঁটে চলে পদতলে ঠেলে পথের কাঁটার বাধা
রাঙা শ্রীচরণ রক্তাত্ব তবুও কৃষ্ণ দর্শনে চলে রাধা ,
কানাই বিহনে স্তব্ধ বনানী প্রিয় শিখি রাখা নীপডালে
ইতস্ততায় খোঁপায় গোঁজে যা থাকে থাক ভালে ॥


~°~°~°~°~°~°~°~°~°~°~°~°~°~°~°~°~°~°~°~