আচ্ছা বলতে কি কেউ পারো...কেন এমন হয় !!!
পান থেকে চূণ খসলে কেন ভীষণ লাগে ভয়...!!
কথার পিঠে কথা পরেই তুমুল গন্ডগোল...
তারপরে খিল গোঁসাঘরে সব কেন তালগোল...!!


কর্তব্য যদি শুধু করো তোমার মত কেউ নেই...
আরও চায় , আরও চায় চাহিদাটা যে বাড়েই ,
জবাব না দিলে ভাবে দুর্বলতা...হায় রে কপাল--
এটা যে একটা ভদ্রতা...চকচকে তাদের ভাল ।


বিড়াল যদি কাটতে হয় প্রথম রাতেই কাটো...
এরপরে যত সাধ তোমার বোমের মত ফাটো ,
তা যদি না করেছ তবে জ্বলবে সারাজীবন...
ছোটবড় কথা শোনাতে...ছাড়বে না আপনজন ।


হঠাৎ যদি কোনদিন হয় নিয়ম হেরাফেরি...
ওরেব্বাপরে..!! দেখবে সেদিন কি না তেরিবেরি...!!
যদি থাকো চুপটি করে হজম করে সব কথা...
নীরবে ফেলা চোখের জল বুঝবে না কেউ ব্যথা ।


তোমারও তো মন আছে...আছেও একটা শরীর...
চাহিদা রাখা মহাপাপ করবে না কেউ খাতির ,
করেই যাও পাওনা কপালে মস্ত একটা শূণ্য...
সেবা এক পরমব্রত.....করলে হয় খুব পুণ্য ।


বলতে পারো ক'জনা আছে যাদের কপাল ভালো...
পরিবারের কাছে তারা যেন...মূর্ত চোখের আলো...!!
মাথায় যাদের তুলে রাখে তারা খুব ভাগ্যবতী...
গত জন্মের পুণ্যির ফল...আর জন্মের সতী ।


আরে না না বিলাপ কোরো না...চার আঙুলের দোষ...
সব যে ভাই কপালে লিখন...তার তরেই রোষ ,
কাজ করে যাও যত পারো...ফলের আশাটি নয় ,
মোমের মত পুড়ে চলো...এখানেই তোমার জয় ॥


৪|৪|১৯