অন্ধকারের করাল রূপ....
কিংবা চাঁদনী রাত ,
চোখ মেলে যদি দেখতে চাও...
রেখো হাতের পরে হাত ।


ঘুরতে পাবে আকাশপথে...
চাঁদতারাদের দেশে ,
তোমার আমার কল্পনাতে....
দুটি মনে যায় ভেসে ।


জোনাকিটা এসে আলতো করে...
হাতটির 'পরে নাচে ,
অজানা দুটি অতৃপ্ত মন...
কত কিছু শুধু যাচে ।


জ্যোৎস্না রাতের বক্ষ চিরে...
রাতজাগা যায় উড়ি ,
শামুকখোল মিছিল করে...
দূর দেশে দেয় পারি


৯|৪|১৯