নবরাগ
*****
প্রকৃতি নামে একটি মেয়ে...
শরীরে জাগায় হিন্দোল ,
অপরূপ সুরে বাঁশির ধুনে...
দিক দিগন্ত উতরোল ।


পুরুষ নামে একটি ছেলে...
আচ্ছন্ন বাঁশির সুরে ,
অবাক বিস্ময়ে চেয়ে থাকে...
বিবশিত স্বীয় অন্তরে ।


চাঁদনী রাতের মোহময়ী রূপে...
চরাচরে স্বপ্নীল আবেশ ,
পুরুষ প্রকৃতি একাত্ম হৃদয়ে...
চেয়ে রয় নির্নিমেষ ।


ঝর্ণারাণীর কুলু কুলু ধ্বনি...
পাহাড়কে করে অরূপ ,
এক অন্তর ভালোবাসার বাণী...
কাউকে করেনা বিরূপ ।


আমার সেই প্রকৃতি মেয়ে...
চোক্ষে লাগায় নেশা ,
সুধারসে দেয় অন্তর ভরে...
পৌরুষ মন বিবশা ।


প্রকৃতির নাম দিলেম ধরিত্রী...
পুরুষকে দিলেম আকাশ ,
ধরিত্রী আকাশ মিলিবে কিভাবে...
নেই কোন অবকাশ ।


ধরিত্রীর মনে নব বসন্ত...
কপোল রাঙা লাজে ,
দূরে থেকে তারিফ ক'রে...
আকাশ...ধরিত্রীর সাজে ॥
২|২|১৯