এলো কিবা দিন সমান রাতদিন
        এক ছাদের নীচে বন্দী ,
ভগবানের মার এই দুনিয়ার বার
        মহামহিমের একি ফন্দী ।
একই ছাদের নীচে বসতি গড়েও
        যে ছিল অনেক দূরে ,
সেই মানুষটাই আজ কত কথা বলে
        বহু আগের মধুর সুরে ।
সময়ের ঘড়ির ভ্রুকুটি চাহুনী
        সোকেসে বসে হাসে ,
দূরে যাওয়া মন করে কত যতন
        ভালো বাসাবাসি বাসে ।
কবে কবে যেন চেনা মানুষটার সাথে
        কাঁটাতার বেড়া গড়ে ,
বন্ধের বাজারে পড়েছেন ফাঁপরে
        পাখি যেন ফাঁদে পড়ে ।
তিনি গৃহস্বামী আমি নোকড়ানী
        কাজ করা কি তার সাজে !
আজ দেখি সব (আহা)উলোট পুরান
        হাতে হাতে লাগে কাজে ।
সেইইই কোকিলের সুর বড় সুমধুর
        যেমন শুনেছি আগে ,
নতুন করে যেন ফিরে পেলাম তাকে
        মনে প্রসন্নতা জাগে ।
ওগো মধূসুদন শোনো দিয়ে মন
        কাটিয়ে দেবে তো দুর্দিন ,
শুধু মনে রেখো চোখ খুলে দেখো
        জারি রেখো গৃহে এদিন ।