আলোকমালায় সুসজ্জিতা বসুন্ধরা
দিনের পাখিদেরও চোখে ঘুম নেই ,
দিন কি রাত বড় সন্দিহান ওদের চোখ মন ।
রাতজাগা পাখিগুলো কদিন বেরোচ্ছে না জানো...
হয়তো একপেট খিদে একবুক তেষ্টাতে
ছটফট করছে তাদের ছানাগুলো
কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে ওরা
ছটফট করছে রাতজাগা বাবামা...
একটু খাবার চায় গো একটু খাবার চায় ।
কে আর ওদের খবর রাখে বলো !!
নাচ গান হুল্লোড় হৈচৈ এর মধ্যে দিয়ে বর্ষবরণ ...
আকাশ জুড়ে আলোর ফুলকি বর্ণময় ,
ঝরে পড়ে আর জানান দেয় নববর্ষের আগমন
আলোকসজ্জার গা চুঁইয়ে নামে নতুন সাল ॥