মধ্যদুপুরে রুদ্রতপনে বর্ষে অগ্নিবাণ...
জ্বলেপুড়ে হয়..ছারখার, নাই নাই নির্বান ,
বিসম দহন ধরিত্রীর বুকে হানছে অশনিতাপ...
কি ভয়ানক রৌদ্রের কোপ বাতাসের উত্তাপ...!!


চতুর্দিকটা করে খাঁখাঁ মরীচিকা ভ্রমি রাস্তা...
ঐ সুদূরে রাস্তার পরে পানি মিলবার আস্থা ,
বৃথা চেষ্টা...কোত্থাও নেই...একটু স্বস্তির শ্বাস...
তিলেক ছায়ার সন্ধানী পথিক ছাড়ে শুষ্কশ্বাস ।


উন্নয়নের করাল গ্রাস ধ্বংস করছে বৃক্ষ...
শহরের পা বেড়েই চলেছে -নিধন গ্রাম আবক্ষ ,
ধ্বংসনিশান ওড়ে পতপত রুদ্রবীণার টঙ্কার...
হে মহাকাল তুমি কি শোনাও পিনাকের ঝঙ্কার...!!


মহাভৈরব শান্ত হও কাজের ধারাটি বদলাও...
তব স্নিগ্ধ স্বভাবটি...রক্ষার কাজে লাগাও ,
স্বার্থাণ্বেষী মানুষ অবোধ নিজস্বার্থ সন্ধানী...
যথার্থ শিক্ষা দাও গো তাদের যেন হালে না পায় পানি ॥