#নিন্দুক
*******
আপনি আচরী ধর্ম...পরেরে শিখাও....
কার্যক্ষেত্রে হয় ভুল...সব মনে রাখাও ,
নিজেরে সংযত করা...কাজে অকাজে...
অপরের দোষত্রুটি...দেখেও দেখো না চোখে ।


যত দেখা...কষ্ট পাওয়া...সহ্য নাহি হয়....
মুখ ফস্কে দু চারটে...বের হতেও চায় ,
অনেকে এমনও আছে...দেখে সবার ত্রুটি....
ছোট বড় কথা কয়ে...আনন্দ পায় অতি ।


সব থেকে মজার কথা...বলি কি ভাই আরও...
ত্রুটিপূর্ণ মানুষ আবার...দোষ দেখেন কারো ,
উঠতে কাটে বসতে কাটে...এমনি তার স্বভাব...
ভদ্রতা আর সহবতের...যথেষ্ঠ আছে অভাব ।


অনেকে আছে...সামনে বন্ধু আর মিষ্টভাষী....
পিছনে কুৎসা গাহে...ও যে বড় কুৎসাচাষী ,
মিছরির ছুরি বাপু...হতে চাই না মোটে....
যা বলার সামনে বলি...হয়তো কেউ চটে ।


না না ভয় পেওনা...কাউকে কিছু কইবো না....
সব ঝামেলা অফিসে করা...ছেড়ে কথা কই না ,
নিন্দে করে নিন্দুকে...অতি প্রিয় বিষয়টি তার....
ও নিন্দুক,শোনো ভাই...করো এ বিষয়ে...ডিগ্রী মাষ্টার ॥


*******#ঝুমুর #বিশ্বাস ৫|২|১৯ *********