নীরব প্রতীক্ষা
**********


এইতো সময় ফুল ফুটবার অশোকে পলাশে...
রক্তরাঙা ফুলের সৌরভ আকাশে বাতাসে ,
রাঙ্গাফুলের গাছের নীচে ঝরা অনেক ফুল....
আঁচল ভরে কুড়িয়ে নেওয়া মনটি বড় আকুল ।


বনলতায় গাঁথা সে মালা প্রিয়তমর তরে...
আদর করে খোঁপায় গুঁজে দেবে সোহাগ করে ,
লজ্জাই রাঙা মুখটি হবে ঈষৎ আনত...
চিবুক তুলে দেখবে সখা হৃদয় আন্দোলিত ।


ইচ্ছাগুলি এলোমেলো খুনসুটিতে ভরা...
হাসি মজা প্রেমের পরশ খুশীর বারিষধারা ,
রাতজাগা চোখ স্বপ্ন বিভোর বুকে চাতক তৃষা...
হৃদমাঝারে ঘোর তমসা শুধুই নিরাশা ।


আশায় আশায় বসে থাকা প্রহর শুধুই গোনা...
প্রেম আলাপন সাঙ্গ হয়ে বিরহের আল্পনা ,
পথ পানে চেয়ে থাকা অধীর অপেক্ষা...
বিরহী মনে প্রহর গোনায় নীরব প্রতীক্ষা ॥