যত ঘৃণা আছে উদ্গীরণ করো -
যত বিতৃষ্ণা আছে সব প্রকাশ করো ,
যত রাগ আছে মনের...সব ঝেড়ে দাও-
অবহেলা যে ভাবে করতে পারো...করো ---
জানি ,ওটাই আমার প্রাপ্য ।
ভালোবাসা কি সবার জন্য !!
না ,ওটা ব্যক্তিবিশেষে চির নাইরাজ্যের সম্পদ ,
সমস্ত অন্তর দিয়ে উজাড় করলেও মেলে না গো ।
ছাড়ো তো সব কথা ; ভাবো...প্রলাপ বকছি -
অনুরোধ---
শুধু নীরব থেকো না---
নীরবতা গ্রাস করে আশঙ্কা ,
গ্রাস করতে থাকে একটা নির্দিষ্ট সময়ের পর থেকে
প্রতিটা মুহুর্ত ,সেকেন্ড , মিনিট , ঘন্টাকে ।
তুমি বোঝো না জানি...
অত চিন্তা করার ফুরসৎ কোথায় !!
চারপাশের কর্তব্যবোধে সব অনুভূতি চাপা পড়ে থাকে ॥