নদীর ঘাটে বাউল গায় হাতে একতারা
সেরে নাও বাকি কর্ম সময় ক্রমেই সাড়া ,
দিনের রবি অস্তরাগে রাঙায় নদীবুক
চোখের জল ফেলতে মানা সঙ্গী সুখদুখ ।


ভাবনা ছন্দহীন...নীরব গোধূলি বেলায়
অচিরেই নামবে আঁধার প্রাণ বসুধায় ,
পরাণমাঝি নৌকো বাঁধে প্রান্তনদীর কূলে
নাওয়ে গিয়ে বসো রে হিয়া পিছুটান ভুলে ॥