পরিযায়ী পাখি আসে হেথা শীতকালে
          এই কথা জেনেছি সেই শিশুকালে ,
           দেশ দেশান্তরে যাত্রা সন্ধানে দানা
দেশটাই হয়েছে এখন আজব চিড়িয়াখানা ।


আজ দেখি পরিযায়ী কত নরনারী
            দীর্ঘপথ অতিক্রমে ফিরছে তারা বাড়ী ,
            কেন তাদের যাত্রা ছিল ভিনরাজ্যে
প্রশ্নটা রেখে দিলাম বুদ্ধিজীবি সমাজে ।


রুজিরুটির সুব্যবস্থা নেই নিজ দেশে
             ক্ষিদে মিটাতে তাই যায় ভিনদেশে ,
             রাজ্য কেন্দ্রে চলে জোরদার তর্জা
অনিশ্চয়তায় বন্ধ ঘরে ফেরার দরজা ।


লকডাউনের জেরে কাজ পাওয়া দুরূহ
             মৃত্যুভয় তাড়িয়ে বেড়ায় তাদের অহরহ ,
             ভাগ্যের পরিহাসে তাই শুরু পথচলা
অকালমৃত্যু পথে তবুও আত্ম ভোলা ।


দুঃখে ফাটছে বুক নেতা আর মন্ত্রীর
            গোদের উপর বিষফোঁড়া অত্যাচার সান্ত্রীর ,
            ঘরেফেরার ইচ্ছাটার পথেই হোলো মৃত্যু
স্বজনের আক্ষেপ রয়ে যাবে আমৃত্যু ॥