***#রঙ্গমঞ্চ***
============


ধরিত্রীর এই... বিশাল রঙ্গমঞ্চে ।
অভিনয় করে সবাই...পঞ্চাশে কি পঞ্চে ।।


মুখে রঙ মেখে নয় ...আসল রূপেই সবে ।
কুশীলব যত আছি ...যারা অনুভবে ।।


কখনো পিতামাতা.... কখনো সন্তান ।
কখনো বা বন্ধু সাজে...করি বন্ধুর সন্ধান ।।


প্রেমিকের সন্ধান ...তার সোহাগী প্রেমিকাকে ।
প্রেমিকার চক্ষু ধায়.... প্রেমিকের দিকে ।।


স্বামী খোঁজে ফেরে তার..... প্রিয়তমা স্ত্রী ।
স্ত্রীর একান্ত আকুলতা ....স্বামীর প্রতি ।।


আজ যে শিশু ....ভবিষ্যতের ভাবীপিতা ।
কখনো মাতৃরূপে ....কন্যা আবির্ভূতা ।।


শিক্ষকের কাজ গড়া.....সম্ভাবী শিক্ষক ।
ছাত্র-ছাত্রীর মন.... স্বপ্নালু , নিষ্পলক ।।


ডাক্তার -ইঞ্জিনীয়ার ....আমলা -অফিসার ।
উচ্চাভিলাসী সবে....বিদেশে পারি দেবার ।।


ভিলেন চাটুকার সবি ....আছে এ মঞ্চে ।
ভেকধারী ধর্মগুরু....মিঠে বোলে মন সিঞ্চে ।।


দাদু দিদা মামা মামী ...কাকা কাকী কত ।
স্ক্রিপ্ট ছাড়া কত কথা ....বল ইচ্ছামত ।।


নেই কোনো মেন্টার..... নেই তো মাষ্টার ।
স্ক্রিপ্ট রিডারের ....নেই কোনো দরকার ।।


সংসারের সারকথা ....বুঝেছি এক্ষণে ।
আসল মনের মানুষ.... আছি সতত সন্ধানে ।।