বীর সেনাভাই অভিনন্দন তোমায় জানাই সেলাম....
ভারতবাসী তোমার তরে অপেক্ষাতে তিন দিবসযাম ,
ইস্পাত সম স্নায়ুর জোরে লাফালে প্যারাসুট নিয়ে...
বীরবিক্রমে করলে লড়াই আকাশপথে অভিমন্যু হয়ে ।


শত্রুব্যুহে ঢুকলেও বীরের মত লড়াই এ ভাঙলে বিমান...
একটা বিমান করে ধ্বংস বাঁচালে দেশের মান সম্মান ,
বায়ুসেনা-ভাই সহ্য করেছ শত্রুপক্ষের যতেক অত্যাচার...
বিস্মিত মোরা সাহস দেখে সেখানেও বীরের আচার ।


বন্দেমাতরম বলতে ভোলনি তোমরাই তো সত্যি সন্তান...
আমরা শুধুই সুখসন্ধানী তোমরা বাঁচাও দেশের মান ,
অতন্দ্র প্রহরাই তিনটি ভাগে দেশকে রক্ষা করো...
স্থল জল বায়ু দাপিয়ে বেড়াও দামাল তোমরা বড় ।


যুদ্ধকালে পাকবিমান তাড়িয়ে করলে ধ্বংসের কাজ...
মিগ ২১ ভাঙলো যেই উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্বরাজ ,
যুদ্ধবন্দী করলো ওরা না জানি কত কষ্ট দিয়েছে...
আটারি-ওয়াঘা দিয়ে প্রবেশে দেশবাসী পাশে আছে ।


অসম সাহসী বীরপুত্র গৌরবে ভারতবর্ষ আজ গর্বিত...
জেনিভা চুক্তিমতে ওরা দিল ফিরিয়ে কূটনীতি অর্জিত ,
বন্দেমাতরম ধ্বনিতে বন্দি আজি ও মোর সেনাভাই...
বাজির রোশনাই দেখাল হোথায় ভাই ভাই এক ঠাঁই ।


ভারতমাতার শৌর্যপুত্র অতুলনীয় তোমাদের সাহস...
তপ্ত শোণিত শিরায় বাহিত অপ্রকাশ্য দুঃসাহস ,
নিজ জীবন বিপন্ন করে দেশরক্ষায় নিয়োজিত জান...
শত শতবার বলি ভাই তোমরাই আসল দেশের প্রাণ ॥


জয়হিন্দ...জয় জওয়ান...ভারতমাতার জয় ।
১|৩|১৯