একটা কথা যখন বলে ফেলো...
তখন কি একবারের জন্যও ভেবে দেখবে না....!!!
কথাটা বলা ঠিক হবে কিনা....!!!
বলা কথাটাতে সে কতটা খুশী হতে পারবে...!!!
অথবা কষ্টে তার বুকটা ফেটে যাবে কিনা...!!!
কথাতো...তীরের মত , ছুঁড়ে দেওয়া ঢিলের মত....
একবার বেরোলে কি তাকে ধরা যায়....!!!
নাকি তাকে ফিরিয়ে আনা যায়....!!!
যাকে উদ্দেশ্য করে কথাটা বলা....
সে কি মেনে নিতে পারবে....!!!
অভিমান গলার মধ্যে মোচড় দিয়ে ওঠে....
অজান্তে...হাত চলে যায় চোখে ।
তারপরে অবলীলাতে বলবে ..সরি , ক্ষমা করো...
ব্যস , এতেই হয়ে গেল...!!!
অবাক লাগে...অদ্ভূত সব কথা শুনে...
এ তবে কেমন চেনা !! কি ভরসা করা !!
এই কি বিশ্বাস !!
অন্ধকারে হাতড়ে মরা...যথার্থ অর্থের সন্ধানে ।
এমনটাই তো হওয়া স্বাভাবিক....
এটাই তো হবার কথা ,
ও মেয়ে তুই সব সহ্য করতে পারবি....
তুই যে সর্বংসহা ॥


২৭|১|১৯