শীতকথা
•••••••••••


যদি এমন হত ..গরমকালে জাঁকিয়ে বেশ শীত পড়তো..!!
হাজার গন্ডা গায়ে চাপিয়ে লেপের তলায় সেঁদিয়ে যেতাম ,
পিঠে ,পুলি ,নলেন গুড়ের রসগোল্লা ,জলভরা সন্দেশ--
রৌদ্রে পিঠ পেতে জমিয়ে খাওয়া , তবে কেমন হত !!
কোল্ড ড্রিক্সে গলা ভিজিয়ে পরিতৃপ্তির শ্বাস ফেলা শীতে ,
হালকা পোশাকে শীতের দখিনা বাতাসে স্বস্তি যদি পেতাম
তবে বেশ হত , এসি চালিয়ে থাকতাম বসে...
ধুর ছাই , কি সব ভাবি !! শীতে মাথা গেছে বিগড়িয়ে...
শীতের কামড়ে কত প্রাণ যায় বৃদ্ধ-বৃদ্ধা-রোগীর ,
শীতের কামড়ে কুঁকড়ে থাকে পথশিশু আর গরীব....
শীতেই চাগাড় দেয় বাতের ব্যথা ,ব্রঙ্কাইটিস ,নিমুনিয়া-
শীতকালীন ডাইরিয়া কত প্রাণ দেয় অকালে ঝরিয়ে...!!
বিভিন্ন সব্জিতে বাজার ছেয়ে ; কমলালেবুর কমলারঙে...
পড়ন্ত বিকেলের সূর্যাস্তের কমলা রঙ মেখেছে বাজার ।
রঙবাহারি শীতের ফুলে প্রকৃতি উঠেছে সেজে...
তার থেকে একটা গোলাপ হাতে নিয়ে তোমাকে দেব ,
বলবো তোমায়...ভালোবাসি...নিও , ফিরাবে না বলো...!!
শীত তোকে ভালোবাসি...আমি শীতবিলাসী রমণী
গরমটা বড্ড বেশী জ্বালায় ,একটু বেশী সময় নিয়ে.... আসিস যেন , থাকিস ভালো ঝড়ঝঞ্ঝা আর তুষারপাতে ।


৩|১|১৯