নিদাঘ তপ্ত দূপুর ধূলিকণা রাশি রাশি...
খাঁ খাঁ মনকোণ খোঁজে ফেরে ঊষশী ,
ধূলিঝড়ে তোলপাড় মনমাঝে হিন্দোল...
এক কণা সুখ লাগি সন্ধানী হারাকোল ।


দুখরাশি বুকভাসি সিক্ত সে অশ্রুতে...
মনজোরা হাহাকার সুখ পাবে কোথা সে ,
মরুভূমে ওয়েসিস জাগ্রত আলৌশা...
মরীচিকা ভ্রমি ওরে বুকভরা হতাশা ।


ভাঁড়ার যে শূণ্য ওগো প্রাপ্তিটা অনাহুত...
অপ্রাপ্তি পূর্ণকুম্ভ যত না হোক আহুত ,
মনমাঝে আলাপন চুপেচাপে চুপকথা...
উদাস তুলির টানে আঁকা সে নক্সীকাঁথা ।


এলোমেলো রঙ ঢালি ইচ্ছাটা রূপকথা...
মিলেমিশে একাক্কার কেবলি বিবর্ণ ব্যথা ,
ভালোবাসা হিয়াছায় শুধু খোঁজে সেই মন...
যেথা গেলে পাবে ঠাঁই ,পাবে সুখী গৃহকোণ ।


ব্যর্থতাই ঝোলাভরা সুদীর্ঘ ফেলা শ্বাস...
সুখশান্তির লাগি লালন গোপন আশ ,
হতাশাই ভরা নয়ন কোথা গেলে শান্তি...
নাই নাই কোথা নাই শুধু মনে অশান্তি ॥