আমরা করি খুব মজা ঠকাতে যদি কাউকে পারি...
পয়লা এপ্রিলে বোকা বানানোর চেষ্টা অনেক করি ,
দুঃখ এক আছে লুকিয়ে অশ্রুসজল হয় দুচোখ...
স্পেনের মুসলিমদের প্রতি অত্যাচারের শোক ।


পর্তুগিজ রাজা ফার্ডিন্যান্ড-রাণী ইসাবেলার কুকীর্তি কথা...
অকথ্য নির্যাতন লক্ষাধিক মুসলমানের উপর অযথা ,
চারিদিক থেকে আক্রমণ নাজেহাল তাদের দশা...
দিশেহারা তারা আর বুঝি নেই বাঁচার মোটেই আশা ।


নিজেকে রক্ষা করার তাগিদে রুদ্রমূর্তি করে ধারণ...
সশস্ত্র যুদ্ধে করে অবতরণ আল্লাহ-কে করে স্মরণ ,
ফার্ডিন্যান্ড অতি ধূর্ত...নিরুপায় হয়ে করে ঘোষণা...
করো সবে অস্ত্র সমর্পন যুদ্ধ যুদ্ধ খেলা আর হবে না ।


পূর্ণ মর্যাদা পাবে তারা যারা নেবে মসজিদে আশ্রয়...
লক্ষাধিক মুসলিম মসজিদে ঢোকে হয়ে নিরাশ্রয় ,
জাহাজে যারা নেবে আশ্রয় তাদের অন্য দেশে ঠাঁই...
থাকবে না অত্যাচারীর দেশে...জাহাজে ওঠে কিছু তাই ।


ধূর্ত রাজার কঠিন চাল বুঝতে পারে নি তারা কেউ...
কার্যক্ষেত্রে ঘোর বিভ্রম...বাঘের পিছে থাকে ফেউ ,
অগ্নিসংযোগ ভিতরে বাইরে মসজিদের দরজা বন্ধ...
লক্ষাধিক মুসলিম মরে ভিতরে ভয়াবহ অগ্নিদগ্ধ ।


আকাশে বাতাসে হাহাকার ওঠে শিশুসহ নর নারীর...
পোড়া গন্ধে কলুষিত মসজিদ লাট খাওয়া কত শরীর ,
আরও কিছু জানতে বাকি জাহাজে ঠাঁই হল যাদের...
কুচক্রীর চালে গহীন সমুদ্রে সলিলসমাধি তাদের ।


সেদিন বাতাস ভীষণ ভারি প্রতিধ্বনিত হাহাকারে...
মহা উল্লাসে ফার্ডিন্যান্ডের নৃত্য ইসাবেলা সহকারে ,
হায় মুসলমান !বোকা তোরা ! বুঝতে অপারগ চাল...
বছরান্তর করবো উৎসব তোদের নাশে করেছি কামাল ।


১৪৯২ সালের ১লা এপ্রিল তারিখটা সেদিন ছিল...
এরপর থেকে খৃষ্টানরা উৎসবের প্রথা চালু করে দিল ,
এবার মোদের ভাবার সময় বানাবো কিনা বোকা...
শোকে বিহ্বল এ অন্তর ভাবি কেমনে যাবে এ রোখা ॥


১লা এপ্রিল|২০১৯ রাতে