আষাঢ় মাসের প্রথম দিবসকাল
কদম্ব কলি ধরেছে কদম শাখে ,
স্মৃতির মুকুরে ঘুরে ফিরে দেখা
অতীত শুধু আঁকড়ে ধরে রাখে ।


সেই সেদিনের বাদর মুখর দিনে
নাও ভাসানো প্রেমযমুনার কূলে ,
নদীর বুকে অশান্ত ঢেউএর রাশি
ছলাৎ ছলাৎ ভাঙছে শব্দ তুলে ।


বললে তুমি ভীত হচ্ছো না তো
আমি বললাম কিসের জন্য ভয় ,
তুমি যখন আছো আমার সাথে
যুঝবো বিপদ থেকে সদা নির্ভয় ।


মাঝি যখন ভাটিয়ালি গান ধরে
আবেগ তখন শিরায় শিরায় বয় ,
স্পর্শে তোমার শিহরণ জাগা মন
অতীত কথা স্মৃতির কোঠায় রয় ।


কখন যেন আঁধার নেমে আসে
হ্যারিকেনটা জ্বলছে ছইএর পর ,
আলো আঁধারে দিচ্ছি তুলির টান
স্বপন আঁকার প্রচ্ছদ পট ধূসর ।


সেই ছবিটা অসম্পূর্ণ আজও
কত রকম কল্পনা বিভোর মন ,
(জানো)মাঝে মধ্যে রঙ তুলিও ধরি
স্মৃতির মুকুরে একাকী আলাপন ॥