#স্তাবক
******


পিক বিহগ ডাকে কুহু কুহু রবে বসন্ত দিয়েছে ডাক....
কোকিলা বুঝি পাড়ে ডিম পর্ণনীড়ে পাহারাই আছে কাক ,
নিজ ডিমদুটি আগলিয়ে রাখে ছড়িয়ে নিজেরই পাখনা...
একান্ত কামনা এবারের মত এ দুটি ডিমই থাক না ।


সন্ধানী পিকরাণী লুকিয়ে থাকে শাখাপ্রশাখার আড়ালে...
কুহু কুহু রবে বিচলিত কাক সন্দিহান পিকের চালে ,
তেড়ে যায় কোকিলকে কাকদম্পতি অতীতের কথা ভুলে..
ফাঁক বুঝেই পিকরাণী পাড়ে ডিম কাকডিম্ব নীচে ফেলে ।


কাঠিমুঠি ভরা অবিন্যস্ত কাকের সাধের সে ছোট নীড়ে...
শরীরের নীচে সামলে রাখে তারা স্বডিম্ব মনে করে ,
ওম দেওয়া ডিম পরম যতনে ঘুরিয়ে ফিরিয়ে দেয় তাই...
দিন আঠারোর পরে ডিমফোটা শাবকে খুশীর সীমা নাই ।


নিজ সন্তানভাবে আদরে সোহাগে মুখেতে দেয় খাবার...
চিঁ চিঁ রবে মা এর বুক ফাটে খাদ্য সন্ধানে যায় আবার ,
দূরে গাছে বসে কোকিল কোকিলা স্বতন্ত্র দৃষ্টি রাখে...
টুক করে মুখে খাবার দেয় গুঁজে যা চঞ্চুতে রাখা থাকে ।


একটি হয়তো হল ছানাকাক অপরটি কোকিল ছানা...
ডাক ফুটলেই যায় বোঝা কাক কোকিলের ফারাকখানা ,
এমনি করে সময় গতে বড় হল দুটি পক্ষী শাবক...
তবু বিভোর মোরা ঐ কুহুডাকে কোকিলের মোরা স্তাবক ॥


********#ঝুমুর #বিশ্বাস ১৮|২|১৯**********