কবে কবে যেন কেটে গেল বছর
হপ্তা মাসের হাতগুলিকে ধরে ,
আজ রাতটাই বাকি আছে শুধু
স্মৃতিগুলোই রইলো মনের ঘরে ।


রইবে পরে অতীত সনের ভাঁজে
সুখ দুঃখের না বলা কতই কথা ,
ধূলি ধূসরতার মালিন্য ঝারপোঁচে
কভূও খুশী কভূ আনে ব্যাথা ।


বিদায়ী সনের সুখকথা দুখকথার
সাক্ষ্মী রইলো প্রতিচীর শুকতারা ,
তবুও আমাদের মেনেই নিতে হয়
মহাবিশ্বের অমোঘ নিয়ম পরম্পরা ॥