(#আন্তর্জাতিক_মাতৃদিবস এ পৃথিবীর সব মাকেই শ্রদ্ধা জানিয়ে)


রোজই খুঁজি আকাশ পানে চেয়ে
ক্লান্ত চোখে খুঁজে ফিরি তোমায় ,
হাতটি নেড়ে বুঝিয়ে দাও না কেন !!
এই তো দেখ , এদিকে দেখ আমায় ।


সুখে দুখের বন্ধু ছিলে মাগো
তোমার সাথে হতো কত কথা ,
মনের জ্বালা মনেই গুমড়ে কাঁদে
হিয়ার মাঝে অব্যক্ত এক ব্যথা ।


এখন বুঝি কষ্ট করেছো কতো
আদর্শনারী তুমি ছাড়া কেউ না ,
অসীম অপার ধৈর্যের প্রতিমূর্তি
সহ্যক্ষমতার প্রজ্জ্বলিত নমুনা ।


এখন তুমি ধরা ছোঁয়ার বাহির
স্পর্শ তোমার পাইনি অনেককাল ,
জানি তোমার আশীষ ঘিরে রাখে
জীবনপথে বজায় আজন্মকাল ।


মাতৃদিবস আজকে তুমি জানো !!"
সর্বাপেক্ষা ছোট্ট ধরার শব্দ ,
তবুও ডাকের ব্যাপ্তি ভুবন জুড়ে
বিশ্লেষণে হতেই হবে জব্দ ।


মাতৃদিবসে সব মাকেই কূর্ণিস
তোমাদের শ্রমের মূল্য ধরা ভার ,
সন্তানের কাছে মূল্যহীনা হলেও
স্নেহের ঝর্ণা উৎসারিত বারংবার ॥