সময়ের দাস আমরা সবাই
          চলছি ঠিক সময় মেনে ,
          নিত্য যুপকাষ্ঠে রাখি মাথা
মরতে হবে সেটাও জেনে ।


          রাগারাগি হানাহানি চলছে তবু
মনে মনে কষাকষিও থাকে ,
নিয়মমত শুভেচ্ছাটাও জানাই
          সময়মত প্রত্যহ প্রভাতে ।


আপন ভাগ্যে খাচ্ছে পচ্ছে সবাই
          চোখটাটানী তবুও থাকে চলতে ,
          আপনদহনে জ্বলছে পুড়ছে তারা
কাতর যারা পরের পরশ্রীতে ।


          ভোগ যতটাই কপালে থাকে লেখা
বাড়াকমা নয়কো একসূত-ও ,
পরিশ্রমী পুরুষ সিংহ জানি
          আলস্যের কাছে সবাই পরাভূত ।


সময় স্রোত বহতি আপন ছন্দে
          অপেক্ষাতে কারোর জন্য নয় ,
          সুখচাবিটা নিজেই খুঁজে নিও
ষড়রিপুকে করেই দেখো জয় ॥