ঊনিশে পা ফেলে পূর্ণ স্বাবলম্বী এবারের বরষ...
ভোটার কার্ডে নাম উঠেছে...মনে ভীষণ হরষ ।
লোকসভার ভোটে এবারে সে প্রথম ভোট দেবে...
দামামা দুন্দুভি মাইকের হুঙ্কার প্রতিধ্বনিত হবে...


ব্যানারে পোস্টারে ছয়লাপ মাত্রাছাড়া দৃশ্যদূষণ...
চতুর্দিক মুখরিত ভোট দাও ভোট চাই শব্দদূষণ...
জনমোহিনী মনমোহিনী ভাষণে মাথাটাকে খাবে...
রাস্তায় নোএন্ট্রি...মিছিলে মিছিলে জানজট হবে ।


সব কিছু মেনে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করা...
নিজের অধিকার ঐ একটা দিনই দেখাতে পারা...
অবশ্য ভরসা নেই , স্থাণূর মত ছাপ্পা ভোট দেখা...
কিছু বললেই তোমার ঊনিশের রক্তের ফোয়ারা ।


লোকসভা ভোটের মহাযজ্ঞ সমাগত প্রায় দ্বারে...
এপ্রিলে বেজেছে ঘন্টা শেষ হবে মে'র ভিতরে ,
তাকিয়ে থাকা সেই আশে কি আছে কপালে ...
সবাই যেন ভালো থাকে সকল দ্বন্দবিবাদ ভুলে ।