মারামারি খুনোখুনি যেন না হয় করে দলাদলি...
সীমানার লড়াই ,ভ্রাতৃবিবাদ ঘুঁচে যাক বরাবর ,
দ্যা-গ্রেট ম্যাজিসিয়ান যাদুলাঠিটা দাও ঘুরিয়ে...
সব মা এর কোল যেন ভরা থাকে সদা চিরতর ।


কোন স্ত্রীর সিঁথির সিঁদুরের রেখাটি দিও না মুছে...
কোন সন্তানের চোখে ঘোর তমসা না ঘনায় পাছে ,
সুস্থ শান্তিপূর্ণ ভাবেই ভোটযজ্ঞ হোক পরিচালনা...
স্বপ্নপূরণ এর স্বপ্ন যেন পূর্ণতা পায় ষোলো আনা ।


বাকি চাওয়া গুলি সামলে রাখা আঁচলের তলে ...
কিছু মনের গভীরে যতনে প্রতিপালন করা থাক,
সর্বজনের মনস্কামনা হোক পরিপূর্ণ সর্বস্থলে...
বাঙালী আবার নিজের হৃত গৌরব ফিরে পাক ।


তার যোগ্যস্থানে আসীন হোক বুদ্ধিদীপ্ততা দিয়ে...
আপামর জনমনে পুনঃপ্রতিষ্ঠিত হোক বাঙালী ,
নিজের সম্মান খোয়া যাওয়া যে নিজের দায়ে...
চাওয়ার সীমা মাত্রাছাড়া ,প্রাপ্তিতে চাওয়া খালি ॥