নীল আকাশ থেকে একমুঠো মেঘ নিয়ে এলাম...
যে মেঘের মধ্যে লুকিয়ে আছে আমার স্বপ্নগুলো ,
ইচ্ছাগুলো মুখ ঢেকেছিল মেঘবলাকা হয়ে...
হোথায় গেলেম শঙ্খচিলের মত ইচ্ছেডানা মেলে ।
তাদের নিয়ে এসে রাখি খুব যতনে ড্রয়িংরুমে ,
একটা স্বপ্নও যেন এলোমেলো হয়ে ছড়িয়ে না পড়ে...
সেই স্বপ্নগুলোর চিত্রায়ণ করা বড় কঠিন কাজ ,
মনের ক্যানভাসের ধূলি ধূসরতা ঝেড়েমুছে...
সাতরঙা রামধনু রঙে আঁকলাম মনের মাধুরীতে ।
তার মধ্যে আমার শৈশব ছিল , কৈশোর ছিল ,
ছাত্রাবস্থা ছিল , ছিল যৌবনের ফুরফুরে মনটাও ,
খুঁজে পেলাম মনে ধরা প্রথম গোলাপী বসন্তকে...
একে একে আলাদা আলাদা করে সাজাতেই...
রঙের পরশে প্রাণ ফিরে পেল বিবর্ণ স্বপ্নগুলো...!!!
প্রথম স্বপ্নটিকে আঁকি রঙ পেনসিলের অপটু টানে ,
কোনটাতে মোমরঙ , কোনটা আবার জলরঙে ,
কোনটাকে ফেব্রিক দিয়ে আঁকা ,কোনটা তেলরঙে ,
বয়সের সাথে সাথে সবগুলো ছবিই মানানসই ।
প্রথম মাতৃত্বের সাধ বোঝার আনন্দটাও চয়ন করি ,
দ্বিতীয়বারের মাতৃত্বে বাজিরাখা প্রাণটাকে...
একটু আলাদা করেই রাখলাম সুখস্বপ্ন হিসাবে ।
চুপকথাদের সাথে কথা বলতে বলতে আঁকাছবি...
নিষ্প্রাণ নয় কিছুই , জলের মত পরিষ্কার সাদা মেঘ ।
এরমধ্যে একটুকরো মেঘ ছিল বড্ড বেশী বিবর্ণ...!!!
কেমন যেন ঝাপসা , বড় অচেনা তার রূপ...!!!
এটা আবার কেমন ধরণের ছবি !! রঙ ধরে না...!!!
এই ছবি আঁকাটা...কিছুতেই সম্পূর্ণ হচ্ছে না...!!!
কোথায় যেন দূষিত মেঘের ঘোর তমসা...!!!
ওটা যেন...ঐ অনন্তলোকে যাবার ছবিই হবে...!!!
এখনি এঁকে রাখা মনে হয় সম্ভব হবে না...!!!
ওটা রেখে যাবো প্রিয়তম...তোমার জন্য ,
আমার রঙ তুলি আর অসম্পূর্ণ ক্যানভাসে...
উড-পেনসিলের সীস দিয়ে স্কেচ করে রাখবো ,
তোমার সমস্ত দরদ আর ভালোবাসা দিয়ে এঁকো...
যেমনটি সাজাবে ,সেইদিন...রজনীগন্ধার সাজে...
রঙ যদি কম পরে কিছু , দু'ফোঁটা অশ্রু দিও তাতে ॥
২১|১০|১৮ ××××××××××