••••••••••••••••••••••••
তোমার সৃষ্টি এখন স্তব্ধ....
সঙ্কিতচিত্তে করি চিন্তন ,
এ কেমনতর কথা শোনালে...!!!
অবাঞ্ছিত যে ভীষণ ।


তুমি বলেছিলে আমি প্রেরণা...
তবসৃষ্টি থাকবে বহাল ,
সৃষ্ট সুধারস পাণের আশায়...
অপেক্ষাই আমি চিরকাল ।


তোমার সৃষ্টি আছে প্রতিক্ষায়...
দেখো চেয়ে একবার ,
মনের গভীরে অতল গহীন...
কাব্য সুধার সরোবর ।


মনে পড়ে সেই শৈশবকথা...!!
নাইতে নামা পুকুরে...!!
নাকটিপে ধরে ডুবতে জলে...!!
গভীরতা বোঝানোর তরে ।


সাঁতরে হতে এপার ওপার...
ডুব সাঁতারে বহুদূর ,
সাঁতার যখন অজানা ছিল...
হাতছানি দিত পুকুর ।


কেন তবে এত গৌরচন্দ্রিকা...!!!
ভাবছো বসেই ঠিক...!!!
নাইতে নামা মনের গহীনে...
গভীরতা মাপন সঠিক ।


মন সরসীতে সরোজ আমি...
বিকশিত করে নাও ,
কুঁড়ি হিসাবে রবো কতদিন...!!!
অকালে কেন ঝরাও...!!!


কবিতা আমি নিবেদন করি...
জোড়হাতে তব কাছে ,
অকাল শৈশব কোরোনা হরণ...
ফেলোনা আস্তাকুঁড়ে পাছে ॥
১|২|১৯
••••••••••••••